Ticker

6/recent/ticker-posts

কর্পোরেট_ফ্যাক্ট_২১

 সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স বা ফ্রেশারস তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারিনা পরবর্তী কোন ভাইভা ফেসের ক্ষেত্রে। আমাদের ফ্যাক্টরিতে কিছু এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভের ভ্যাকেন্সি খালি হয়েছিল কিছুদিন আগে। প্রশ্ন তৈরীর ভার পড়েছিল আমার উপরে। প্রশ্নটি শেয়ার করব তার আগে প্রশ্নপত্রের একটা এনালিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক।   প্রশ্নটি ছিল,

 "A red house is made of red bricks, and a blue house is made of blue bricks. What's a greenhouse made of?"

প্রশ্নটার সঠিক উত্তর অনেকে দিতে পেরেছেন অনেকে পারেননি। তবে ইন্টারেস্টিং বিষয়, খাতা কাটতে গিয়ে একটা উত্তর খুব মজা লেগেছিল। উত্তরটা অনেকটা এরকম ছিল,

The house which is made of green bricks, Environmentally friendly bricks, Not harmful to the environment

 উত্তরটা বেশ ক্রিয়েটিভ ছিল কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারাও উত্তরটা কমেন্টে জানানোর চেষ্টা করতে পারেন। যাইহোক আলোচনার বিষয় এটা নয়। আলোচনার বিষয় হোল মেধার মান। এই পরীক্ষায় ৫ নম্বর ছিল MCQ তে  , এফিসিয়েন্সি রিলেটেড সিম্পল একটা ম্যাথে ছিল ৫ নম্বর এবং ১৩ SMV এর  একটা গার্মেন্টসের অপারেশন ব্রেক ডাউন ছিল ১০ নম্বরের। মোট নম্বর ছিল ২০। 


হতাশার কথা হচ্ছে ১০ এর উপরে নম্বর পেয়েছিল ৩ জন। পরীক্ষার্থী ছিল আনুমানিক ২০ জন। সর্বোচ্চ নম্বর ছিল ১৩। এই হচ্ছে আমাদের বর্তমান ইঞ্জিনিয়ারদের অবস্থা (আমিও আপনাদেরই দলে)। চাকরিজীবনে দুইটা জিনিস আবশ্যক। 

প্রথমটা নলেজ বা জ্ঞান। অর্থাৎ আপনি যে সেক্টরে জব করছেন সেই সেক্টরের জব রিলেটেড নলেজে আপনাকে একশতে একশ হতে হবে। 

দ্বিতীয়টা হচ্ছে, এক্সিকিউশন ক্যাপাবিলিটি। অর্থাৎ আপনার ম্যানেজারিয়াল স্কিল। ম্যানেজমেন্ট আপনাকে কোন একটা টাস্ক দিলে আপনি সেটা সম্পন্ন করতে পারেন কিনা? যে যে বাধাগুলো আপনার সামনে আসে সেগুলো ওভারকাম করতে পারেন কিনা ইত্যাদি।

একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনার নলেজ নেই কিন্তু এক্সিকিউশন ক্যাপাবিলিটি অনেক তবে ক্যারিয়ারে আপনি খুব বেশীদুর যেতে পারবেননা। নলেজ এবং এক্সিকিউশন ক্যাপাবিলিটি দুইটার সমন্বয় আবশ্যক। যার নলেজ আছে সে কোননা কোনভাবে এক্সিকিউশন পার্টটা আয়ত্ব করে ফেলতে পারে। কিন্তু নলেজ ছাড়া আপনার দৌড় খুব বেশীদুর নেই। এখন জ্ঞান কিভাবে বাড়াবেন? জ্ঞান বাড়ানোর প্রথম শর্ত নতুন কিছু শিখার আকাঙ্ক্ষা। সব সময় নতুন কিছু দেখলেই শিখার চেষ্টা করুন। পড়ার অভ্যাস করুন প্রচুর পরিমানে। যখনই আপনি শিখা বন্ধ করে দিবেন তখনই আপনার মেধা ক্ষয় হতে শুরু করবে। 


*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan

*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

9 Comments

  1. Liz fashion er question

    ReplyDelete
  2. Candidates often keep many things secret, but they insult the candidate in the interview board

    ReplyDelete
    Replies
    1. Interview board not a place to keep the knowledge hidden. It's the place to express candidate's knowledge what he have.

      Delete
  3. green house made of glass

    ReplyDelete
  4. 5th number question ans: Today Efficiency 74.36%,it's correct or wrong any one confirm that.

    ReplyDelete
  5. 4564564564564456456445644564564654656654654654

    ReplyDelete