আগের পর্বে আমরা জেনেছিলাম Bottleneck process আসলে কি? IE এর দৈনন্দিন জব রেস্পন্সিবিলিটির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এই Bottleneck process। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত খুব চমৎকার একটি উদাহরনের মাধ্যমে আলোচনা করা হয়েছিল বিষয়টি। সেইসাথে কিভাবে Bottleneck process লাইনে খুঁজে পাওয়া যায় সেটাও আলোচনায় এসেছিল। যারা আগের পর্ব পড়েননি তাদের জন্য
আজকে আমরা আলোচনা করব কিভাবে Bottleneck process সমাধান করা যায়। একটা চিত্র দিয়ে ব্যাখ্যা করা যাক।
প্রথম ধাপঃ- প্রথমেই Bottleneck process -এর কাছে যেতে হবে। গিয়ে দেখতে হবে যেই প্রসেসে Bottleneck হচ্ছে সেখানে উপযুক্ত ওয়ার্কার দেওয়া হয়েছে কিনা? অর্থাৎ সঠিক স্থানে সঠিক ওয়ার্কার কাজ করছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে,
দ্বিতীয় ধাপঃ- মেশিনটি প্রপার কন্ডিশনে আছে কিনা? অর্থাৎ মেশিনের স্পিড, টেনশন, টুলস সব ঠিক আছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে,
তৃতীয় ধাপঃ- প্রসেসটিতে কোন মার্ক করার কাজ আছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে,
চতুর্থ ধাপঃ- চেষ্টা করতে হবে মার্ক করার প্রসেসটা রিমুভ করতে। এটা প্যাটার্ন ব্যবহার করে হতে পারে বা গার্মেন্টস পার্টসে কাট মার্ক ব্যবহার করে হতে পারে। এরপরেও সমাধান নাহলে,
পঞ্চম ধাপঃ- ৪র্থ ধাপেও Bottleneck process সমাধান নাহলে, কয়েকটা স্টেপ নিতে হবে।
৫.১ ওয়ার্ক স্টেশন ঠিক করতে হবে।
৫.২ মেশিন স্পিড প্রসেসের সাথে ম্যাচ করে দেখতে হবে।
৫.৩ অপ্রয়োজনীয় মোশন থাকলে রিমুভ করতে হবে।
এখন আমাদের হাতের নাগালের সবগুলো টুলস এপ্লাই করা হয়ে গেছে। এরপরেও যদি সমাধান না হয় তাহলে,
ষষ্ঠ ধাপঃ- প্রসেসটা অন্য কোন ওয়ার্কারের সাথে শেয়ার করা যায় নাকি দেখতে হবে। শেয়ার করা পসিবল হলে শেয়ার করে দিতে হবে আর পসিবল নাহলে শেষ ধাপ,
সপ্তম বা শেষ ধাপঃ- একটা মেশিন বা ম্যানপাওয়ার এড করতে হবে।
এই ধাপে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে। আমি মেশিন বা অপারেটর এড করব নাকি হেল্পার এড করব?
উত্তর হচ্ছে, " যদি প্রসেসের মোশন ব্রেকডাউন করে দেখি প্রসেসটির মেশিন রানিং টাইম বেশী অন্যান্য মোশনের তুলনায় তাহলে একটা মেশিন অর্থাৎ অপারেটর এড করতে হবে আর যদি দেখি মেশিন রানিং টাইমের চেয়ে হেল্পিং এক্টিভিটি বেশী অর্থাৎ এলাইনিং টাইম, বা রিএরেঞ্জিং টাইম বা সার্চিং টাইম বেশী তাহলে হেল্পার এড করতে হবে।"
*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments