Ticker

6/recent/ticker-posts

"IE-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্যাল্কুলেশন/Some Important Calculation for IE"



কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা-

১। ইফিসিয়েন্সি= {(এসএমভি * টার্গেট)/(ওয়ার্কার * ওয়ার্কিং আওয়ার * ৬০)} * ১০০

২। টার্গেট পার আওয়ার =( ৬০ /এসএমভি) * ইফিসিয়েন্সি%     

৩। টার্গেট পার লাইন = {(ওয়ার্কার * ওয়ার্কিং আওয়ার * ৬০) / এসএমভি} * ইফিসিয়েন্সি %

৪। সিএম পার পিচ =(ফাক্টরির মোট ব্যয় পার মান্থ * গার্মেন্টসটি তৈরিতে ব্যবহৃত মোট মেশিন) / (মোট       মেশিন * ওয়ার্কিং আওয়ার পার মান্থ * প্রোডাকশন টার্গেট)

৫। ফ্যাক্টরি ক্যাপাসিটি = {( টোটাল ওয়ার্কার * ওয়ার্কিং ডে * ওয়ার্কিং আওয়ার * ৬০ ) / এসএমভি } * ইফিসিয়েন্সি %



নিচে কিছু সমস্যা দেওয়া হলো-
সমস্যা-১
এসএমভি=৪২.৭৫
ওয়ার্কিং আওয়ার=১০
ওয়ার্কার=৬৫
টার্গেট = ৮০০
ইফিসিয়েন্সি = ?

উত্তরঃ-
আমরা জানি,
ইফিসিয়েন্সি= {(এসএমভি * টার্গেট)/(ওয়ার্কার * ওয়ার্কিং আওয়ার * ৬০)} * ১০০
                   = {( ৪২.৭৫ * ৮০০ )/(৬৫ * ১০ * ৬০)} * ১০০
                  = ৮৭.৬৯%

সমস্যা-২
এসএমভি=০.৮৪
ইফিসিয়েন্সি=৭০%
টার্গেট পার আওয়ার = ?

উত্তরঃ-
 টার্গেট পার আওয়ার=( ৬০ /এসএমভি) * ইফিসিয়েন্সি%                          
                                    =(৬০/০.৮৪)*৭০%
                                    =৫০ পিচ/আওয়ার

সমস্যা-৩
এসএমভি=২২.৩৩
ওয়ার্কিং আওয়ার=১০
ওয়ার্কার=৭৫
ইফিসিয়েন্সি=৭০%

উত্তরঃ-
আমরা জানি,
টার্গেট পার লাইন = {(ওয়ার্কার * ওয়ার্কিং আওয়ার * ৬০) / এসএমভি} * ইফিসিয়েন্সি %
                           ={(৭৫ * ১০ * ৬০) / ২২.৩৩} * ০.৭০
                           = ১৪১০ পিচ

সমস্যা-৪
ধরা যাক,
ফাক্টরির মোট ব্যয় = ৬০,০০,০০০ টাকা পার মান্থ
ফাক্টরির মোট মেশিন = ৯০
গার্মেন্টসটি তৈরিতে ব্যবহৃত মোট মেশিন = ২২
প্রোডাকশন টার্গেট = ১৭০
ওয়ার্কিং ডে পার মান্থ= ২৬
কস্ট অব মেকিং ( সিএম) = ?

উত্তরঃ-
আমরা জানি,
সিএম পার পিচ =(ফাক্টরির মোট ব্যয় পার মান্থ * গার্মেন্টসটি তৈরিতে ব্যবহৃত মোট মেশিন) / (মোট মেশিন * ওয়ার্কিং আওয়ার পার মান্থ * প্রোডাকশন টার্গেট)
                       = (৬০,০০,০০০ * ২২) / (৯০ * ২৬ * ৮ * ১৭০)
                       = ৪১.৪৭ টাকা পার পিচ

সমস্যা-৫
টোটাল ওয়ার্কার = ১৮০০
ওয়ার্কিং ডে পার মান্থ = ২৬
ওয়ার্কিং আওয়ার = ১০
এসএমভি = ১৪.৪৫
ইফিসিয়েন্সি =৬৫%

উত্তরঃ-
আমরা জানি,
ফ্যাক্টরি ক্যাপাসিটি = {( টোটাল ওয়ার্কার * ওয়ার্কিং ডে * ওয়ার্কিং আওয়ার * ৬০ ) / এসএমভি } * ইফিসিয়েন্সি %
                            = {(১৮০০ * ২৬ * ১০ * ৬০)/১৪.৪৫} * ০.৬৫
                            = ১২৬৩১১৪ পিচ পার মান্থ

#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments