জিপিকিউ (GPQ):-
জিপিকিউ এর পূর্ণরুপ হলো গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। জিপিকিউ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে বাস্তবায়ন করার জন্য কাজ করে। সাধারণত জিপিকিউ বায়ার কিউসির হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং বায়ার ফাইনাল ইন্সপেকশন কনফার্ম করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন বায়ার থাকলে প্রত্যেক বায়ারের পৃথক পৃথক জিপিকিউ থাকে।
দায়িত্ব এবং কর্তব্য:-
১. বায়ার কিউসির সাথে মিটিং অ্যারেঞ্জ করা এবং পিপি মিটিংএর প্রয়োজনীয় টাস্ক দেওয়া।
২. গার্মেন্টস কাটিং, সুইং এবং ফিনিশিনে বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা।
৩. বায়ার স্যাম্পল কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা।স্যাম্পল কোয়ালিটি এবং বায়ারের কাছে রাইট টাইমে ডেলিভারি নিশ্চিত করা।
৪. গার্মেন্টস সুইং এবং ফিনিশিনে বিশেষকরে সমস্ত কোয়ালিটি পয়েন্ট চেক করা।
৫. সেকশন ওয়াইজ কোয়ালিটি ইন্সপেকশন করা।
৬. কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কিত বায়ারের সর্ব শেষ ম্যাসেজ রিলেটেড সেকশনে জানানো।
৭. বায়ার ফাইনাল ইন্সপেকশনের পূর্বে প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করা।
৮. ফাইলার ইন্সপেকশন অ্যারেঞ্জ করা।
৯. কিউসি ফাইলের সব কিছু ইন্সশিওর করা।
১০. বায়িং হাউজ থেকে স্যাম্পল এপ্রোভাল নেওয়া।
১১. যে কোনো কোয়ালিটি ইসুতে বায়ার কিউসির সাথে কন্টাক করা।
১২. জিপিকিউ বায়ার কোয়ালিটি ম্যানুয়াল গার্মেন্টস ফ্যাক্টরিতে বাস্তবায়ন করা।
১৩. গার্মেন্টস ফ্যাক্টরিতে বায়ার কিউসির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করা।
গার্মেন্টস ফ্যাক্টরিতে জিপিকিউ জব:-
সাধারণত জিপিকিউ নিম্মোক্ত পদবীতে কাজ করে যদিও এটি ফ্যাক্টরি হতে ফ্যাক্টরি ভেরি করে। তবে অধিকাংশ ফ্যাক্টরিতে পোস্ট এমনই হয়। জিপিকিউ জব টাইটেল-
১. জিপিকিউ
২. সিনিয়র জিপিকিউ
৩. জিপিকিউ ইনচার্জ
৪. জিপিকিউ অফিসার
৫. এক্সেকিউটিভ জিপিকিউ
৬. এ্যাসিস্টান্ট জিপিকিউ ম্যানেজার
৭. জিপিকিউ ম্যানেজার।
# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।
4 Comments
temptheOdoro Mike Allen https://wakelet.com/wake/H94rnxUu8Yh2yHXv_Euuq
ReplyDeletetsonjalassco
Ybeltait-ha Ean Cummings Autodesk 3ds Max
ReplyDeleteYousician
Autodesk AutoCAD
studunansu
arryoOin_hi-Sioux Falls Tim Beard Free download
ReplyDeleteclick
quehattiber
অনেক বানান ভুল আছে...!
ReplyDeleteএগুলো সংশোধন করবেন