Ticker

6/recent/ticker-posts

"ছবিসহ শার্টের বিভিন্ন অংশের নাম এবং অপারেশন ব্রেকডাউন"

শার্ট আমাদের সবারই খুব পরিচিত একটি পোশাক। বর্তমান যুগে নারী পুরুষ উভয়ই শার্ট পরিধান করে থাকেন।

একটি শার্টের বিভিন্ন অংশঃ

চিত্রঃ একটি শার্টের বিভিন্ন অংশ

১. কলার
২. কলার স্ট্যান্ড
৩. মেইন লেভেল
৪. ইয়োক
৫. আর্মহোল
৬. স্লিভ
৭. কাফ
৮. পকেট
৯. বটম ইত্যাদি।

শার্টের কলার, পকেট, স্লিভ এগুলোর ও হরেক রকম ধরণ রয়েছে। একজন ডিজাইনার এসব ছোট ছোট বিষয়ে পরিবর্তন ঘটিয়ে সম্পূর্ণ শার্টে এনে দিতে পারেন ভিন্ন মাত্রা।

শার্টের আলাদা আলাদা অংশঃ

কলারঃ
চিত্র: কলার স্টাইল

পকেট স্টাইলঃ
চিত্রঃ পকেট স্টাইল

কাফ স্টাইল এবং টাইপঃ
চিত্রঃ কাফ স্টাইল এবং টাইপ

স্লিভ স্টাইলঃ
চিত্রঃ স্লিভ স্টাইল

ইয়োক স্টাইলঃ
চিত্রঃ ইয়োক স্টাইল

বটম স্টাইলঃ
চিত্রঃ বটম স্টাইল

শার্ট তৈরিতে যে মেশিন গুলো দরকারঃ
১. ওভার লক সুইং মেশিন
২. প্লেইন সুইং মেশিন
৩. ফ্লাট লক সুইং মেশিন
৪. ফিড অফ দ্যা আর্ম সুইং মেশিন
৫. বাটন হোলিং মেশিন
৬. বাটন অ্যাটাসিং মেশিন
৭. ফিড অফ দ্যা আর্ম সুইং মেশিন

শার্ট তৈরিতে ট্রিমিং:
১. লাইনিং
২. ইন্টারলাইনিং
৩. সুইং থ্রেড
৪.বাটন
৫. লেবেল: মেইন লেবেল, সাইজ লেবেল, কেয়ার লেবেল
৬. মোটিফ

শার্ট তৈরিতে এক্সেসোরিজঃ
১. নেক বোর্ড
২. ব্যাক বোর্ড
৩. প্লাস্টিক কলার ইনসার্ট
৪. হ্যাং ট্যাগ
৫. ট্যাগ পিন
৬. প্রাইজ টিক
৭. টিস্যু পেপার
৮. পলি ব্যাগ
৯. ব্যাটার ফ্লাই
১০. হাংগার
১১. সেফটি স্টিকার
১২. কার্টুন
১৩. গাম টেপ ইত্যাদি।

শার্টের অপারেশন ব্রেকডাউনঃ
মেজর পার্টস গুলো আলাদাভাবে তৈরি করে, সবগুলো পর্যায়ক্রমে সুইং করলেই একটি শার্ট তৈরি হয়।প্রসেস ফ্লো ডায়াগ্রাম নিচে দেওয়া হলো।

চিত্রঃ অপারেশন ব্রেকডাউন


নোটঃ সমস্ত ছবি গুগল হতে সংগৃহীত।

#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত। 



Post a Comment

0 Comments