Ticker

6/recent/ticker-posts

কাটিং SMV

 কাটিংঃ-

গার্মেন্টস বা আরএমজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেকশন কাটিং। সুইং এর ইনপুটই হচ্ছে কাটিং সেকশন। কাটিং এর ইনপুট হচ্ছে ফিনিশড ফেব্রিক এবং আউটপুট হচ্ছে গার্মেন্টসের কাট পার্টস। আজকে আমরা কাটিং সেকশনে ব্যবহৃত বিভিন্ন ফর্মুলা সম্পর্কে জানব। প্রথমে আই.ই রিলেটেড কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করা হচ্ছে।

SMV এর সাধারন ফর্মুলাঃ-

১. SMV= Basic Time+Allowance

Here,

        Basic Time=Observed time*Performance Rating

So, 

        SMV=(Observed time*Performance Rating)+Allowance

এখানে,

আমাদের প্রথমে কাটিং SMV কিভাবে বের করে জানতে হবে। তার আগে জানতে হবে কাটিং এর প্রসেসগুলো। কাটিং শুরু হয় ফেব্রিক আনরোলিং প্রসেসের মাধ্যমে এবং কাটিং এর শেষ প্রসেস স্টিকারিং ও বান্ডেলিং। 

চলুন প্রসেস ওয়াইজ SMV বের করতে থাকি।

প্রসেস-১ঃ-

ফেব্রিক আনরোলিং SMV

ফেব্রিক আনরোলিং বলতে বুঝায় ফেব্রিককে ফোল্ড করে রাখা। কারন ফেব্রিক ডাইং থেকে বা ফিনিশিং থেকে রোল আকারে কাটিং সেকশনে আসে। স্প্রেডিং এর জন্য ফেব্রিককে আনরোল করা হয়। নিচে ফেব্রিক আনরোলিং এর একটি চিত্র দেওয়া হোল। 


SMV বের করার জন্য প্রথমে আপনাকে একটা রোলের মোট দৈর্ঘ্য জানতে হবে। এটা প্র্যাক্টিকালি মেপে বের করতে পারবেন বা রোলের স্টিকারে বিস্তারিত তথ্যের মধ্যে দৈর্ঘ্য বা মোট ওজন থাকে সেখান থেকেও বের করতে পারবেন। স্টিকারে ফেব্রিক কন্সট্রাকশন, ফেব্রিকের জিএসএম, ফেব্রিকের ওজন বিস্তারিত লেখা থাকে। 

এবার ফেব্রিক রোলটি আনরোলিং মেশিনের কাছে আনা থেকে শুরু করে আনরোলিং শেষ করা পর্যন্ত এবং আনরোলিং শেষে ফেব্রিক রিল্যাক্সেশন র‍্যাকে রাখা পর্যন্ত সর্বমোট সময় হিসাব করুন। মাঝে অন্য কোন নন ভ্যালু এডেড কাজ করে থাকলে সেগুলোর সময় বাদ দিতে হবে। 

এখন, আপনার হাতে মোট দুইটি ডাটা। এক ফেব্রিকের মোট দৈর্ঘ্য এবং দ্বিতীয়ত রোলটি আনরোল করতে মোট সময়। এবার প্রাপ্ত মোট আনরোলিং এর সময়কে প্রাপ্ত মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে পেয়ে যাবেন ফেব্রিক আনরোলিং SMV. 

অর্থাৎ, 

Fabric Unrolling SMV= Total Unrolling Time / Total Length

(চলবে.................)


*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments