এফিসিয়েন্সি একটা গার্মেন্টসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরএমজি সেক্টরে অর্ডার কনফার্ম করা হয় বা বায়ারের সাথে কস্ট নেগোশিয়েসন করা হয় মুলত ফ্যাক্টরির এফিসিয়েন্সির উপর ভিত্তি করে। একজন ইঞ্জিনিয়ার হিসাবে প্রথম প্রশ্ন আসবে এফিসিয়েন্সি কি?
এফিসিয়েন্সি বলতে মুলত একটা অপারেশনের ইনপুট এবং আউটপুটের অনুপাতকে বুঝায়। অর্থাৎ কোন একটা প্রসেসের আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই এফিসিয়েন্সি বলে।এফিসিয়েন্সিকে মুলত শতকরা আকারে প্রকাশ করা হয়।
এফিসিয়েন্সি= (ওয়ার্ক আউটপুট/ওয়ার্ক ইনপুট)*১০০%
এখানে, আমরা ওয়ার্ক আউটপুট হিসাবে পাই প্রডিউসড মিনিট এবং ইনপুট হিসাবে পাই এভেইলেবল মিনিট।
অর্থাৎ, এফিসিয়েন্সি= (প্রডিউসড মিনিট/ এভেইলেবল মিনিট)*১০০%
গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেন আমরা ইনপুট হিসাবে টাইম দিচ্ছি কিংবা আউটপুটকেও কেন টাইমে কনভার্ট করছি?
প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের ফিজিক্সে পড়া "কর্মদক্ষতা" বিষয়ক একটা টপিকে চলে যেতে হবে। আমরা ইঞ্জিনের কর্মদক্ষতার অংক করেছিলাম পদার্থ বিজ্ঞানে। দেখুনতো মনে আছে কিনা? ইনপুট হিসাবে আমরা তেল দিতাম এবং এই তেল পুড়ে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হোত। কি পরিমান তেল দিতাম এবং সেই তেল কি পরিমান শক্তিতে রুপান্তরিত হোত এটার অনুপাতইতো ছিল কর্মদক্ষতা।
অর্থাৎ আমরা কোন কিছু মেজার করতে চাইলে, পরিমাপের মৌলিক সাতটি এককের যেকোন একটি একক ব্যবহার করতে হবে। সময়ও পরিমাপের একটা একক। আমরা যেহেতু অপারেটরকে তার মাস (অর্থাৎ সময়) হিসাবে বেতন দিচ্ছি তাই আমাদের ইনপুট হচ্ছে সময় বা এভেইলেবল মিনিট। এবং একইসাথে যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময়ে গার্মেন্টস প্রস্তুত করছি তাই আউটপুট হচ্ছে প্রডিউসড মিনিট। ঠিক একইভাবে আমরা যদি ইনপুট হিসাবে কেজি দিতাম অর্থাৎ উদাহরনস্বরুপ X কেজি ফেব্রিক এবং Y কেজি সুতা থেকে আমরা Z কেজি আউটপুট প্রডিউস হয়েছে। এবং এই আউটপুট কেজি Z কে ইনপুট কেজি (X+Y) দ্বারা ভাগ করলেও এফিসিয়েন্সি বের হয়ে যেত।
"খুব সহজ ভাষায় বলতে গেলে কি পরিমান রিসোর্সকে আমরা কি পরিমানে উৎপাদে পরিনত করতে পারছি তার অনুপাতই এফিসিয়েন্সি"

4 Comments
Good, now YOUR ARE MY TEACHER!! TEACHER SHOULD BE LIKE YOU!!
ReplyDeleteThanks for your appreciation. Keep us in your touch. Hopefully we will share more knowledge in our site.
DeleteExactly brother. Teacher should be like him!
DeleteGood initiative for the production sector.
ReplyDelete