Ticker

6/recent/ticker-posts

মানবদেহ ভ্রমন/ কর্পাস মিউজিয়াম

 আমি লজিক্যাল অর্গুমেন্ট উপভোগ করি, বিশেষত যখন প্রশ্ন আসে স্রষ্টা, ধর্ম এবং বিজ্ঞান নিয়ে। একজন প্রশ্ন করল যে, "আপনি কি আমাকে স্রষ্টা আছে এরকম একটা সলিড প্রমান দেখাতে পারবেন?" অপরপ্রান্ত থেকে উত্তর আসল, "প্রমান বলতে আপনি কি বুঝাচ্ছেন? অর্থাৎ আপনি কি এমফেরিকাল প্রমান চাচ্ছেন নাকি র‍্যশনাল নাকি লজিক্যাল? " যদি ইমফেরিকাল প্রমান চান তাহলে বলতে হবে, আপনি এই প্রমান কখনও পাবেননা। কারন স্রষ্টা ম্যাটাফিজিক্সের বিষয় আর আপনার ইমফেরিকাল প্রমান ফিজিকাল বিষয়ে কাজ করে থাকে।" 

--তাহলে র‍্যাশনাল এবং লজিক্যাল কোন প্রমান দেখান।

-- তাহলে আপনার কাছে প্রথম প্রশ্ন, ''আপনি কি এক্সিস্ট করেন? এই পৃথিবী কি এক্সিস্ট করে?" 

--এক্সিস্ট বলতে যদি আপনি বুঝিয়ে থাকেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা তাহলে বলব আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছি মানে আমি এক্সিস্ট করি কিন্তু পৃথিবীর ব্যাপারে আমার কোন প্রমান নেই।

-- আচ্ছা তাহলে আপনার মানবদেহ নিয়েই আলোচনা করি। আপনি কি মনে করেন আপনার হৃদপিন্ড ব্লাড পাম্প করবে এবং এটা ধমনী, শিরার মধ্য দিয়ে আপনার শরীরের বিভিন্ন অংশে চলে যাবে পুনঃরায় এই ব্লাড রিফাইন হতে আপনার হৃদপিন্ডে ফিরে আসবে এবং রিফাইন হয়ে আবার শরীরে চলে যাবে এই ট্রান্সফরমেশন প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয়? 

--এখানে ফ্লুইডের ন্যাচার ব্যবাহার হচ্ছে। ফ্লুইড উঁঁচু স্থান হতে নিচে পরিভ্রমন করছে এবং পুনঃরায় নিচ থেকে হৃদপিন্ডের প্রেশারের কারনে উপরে চলে আসছে। অর্থাৎ গ্রাভিটিশনাল ফোর্স কাজ করছে, ফ্লুইড ম্যাকানিজম কাজ করছে।

-- আচ্ছা এই গ্রাভিটিশনাল ফোর্স কে সৃষ্টি করল? বলবেন না যে, নিউটন এই ফোর্স সৃষ্টি করেছে। নিউটন গ্রাভিটিশনাল ফোর্স আবিষ্কার করার আগ থেকেই এটা অস্তিত্বে ছিল। নিউটন এই ফোর্স আবিষ্কার করার আগ থেকেই উপরে কোন বস্তু ছুড়লে নিচেই পড়ত। অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর থেকেই সাইন্সের ল বলবৎ ছিল।  

আচ্ছা আপনাকে শুধু একটা উদাহরন দিলাম। আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি কর্পাস মিউজিয়ামে একবার ঘুরে আসুন। আরও প্রশ্ন তৈরী হবে আপনার মস্তিষ্কে। 

আমাদের আজকের মুল আলোচ্য বিষয় আস্তিক্যবাদ বা নাস্তিক্যবাদ বিয়ে নয়। মুল আলোচনা কর্পাস মিউজিয়াম নিয়ে। কর্পাস মিউজিয়াম এমন একটা মিউজিয়াম যেটি আপনাকে পুরো মানবদেহ ঘুরে বেড়ানোর একটা অনুভুতি দিবে। অর্থাৎ আপনি একজন মানুষের হাঁটু থেকে যাত্রা শুরু করে মস্তিষ্ক পর্যন্ত ভ্রমন করবেন এবং ভিতরের গঠন এবং কর্ম্পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। এটি নেদারল্যান্ডে অবস্থিত। 

৫ডি এর সাহায্যে  একটি রক্ত কণিকা হিসেবে চমৎকার "ভ্রমণ" করতে পারবেন, ফুসফুসে কিভাবে শ্বাস নেয়, কানের কিভাবে শোনে এবং মস্তিষ্কে কিভাবে কাজ করে জানতে পারবেন। দেহ সম্পর্কে আরও জানতে চান? চিত্রগুলো দেখতে থাকুন আর কল্পনায় নিজেকে আবিষ্কার করুন এরকম একটা ভ্রমনে।



 চিত্রঃ- ১ কর্পাস মিউজিয়াম (গুগল)


চিত্রঃ- ২ (গুগল)


চিত্রঃ- ৩ (গুগল)


চিত্রঃ- ৪ (গুগল)




*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan

*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments