DHU কি? কিভাবে এটি পরিমাপ করতে হয়? What is DHU? How to measure it?
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টেসের কোয়ালিটি মেজারমেন্টের জন্য বহুল প্রচলিত ও জনপ্রিয় কার্যকরী ২ টি টুলস হচ্ছে-
১) Percent Defective (%) এবং
২)
Defects
per Hundred Units (DHU)
আজকের লেখায় Defects per hundred units (DHU) নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
DHU টার্মটিতে তিনটি শব্দ রয়েছে। ডিফেক্ট, হান্ড্রেড, ইউনিট। এখানে হান্ড্রেড এবং ইউনিট মানেতো বুঝতেই পারছেন। আমি ডিফেক্ট নিয়ে আলোচনা করি।
Defect শব্দের
সরল অর্থ ত্রুটি। গার্মেন্টসের পরিভাষায় পন্যের যে সকল ত্রুটির কারনে বায়ার তার অর্ডারকৃত
পন্য গ্রহন করতে অস্বীকৃতি জানায় তাকে Defect বলে। যেমনঃ- ব্রোকেন স্টিচ, ওপেন স্টিচ,
স্পট মার্ক, আনইভেন সুইং, পাকারিং, র এজ, টুইস্টিং ইত্যাদি। বুঝার সুবিধার্থে আমরা
কিছু ডিফেক্টের ছবি নিচে দিচ্ছি।
Defects per Hundred Units (DHU) কি?
ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট (DHU) হলো পন্যের কোয়ালিটি
পরিমাপের একটি পদ্ধতি। যা প্রতি 100 ইউনিট উৎপাদনে কি পরিমান ডিফেক্ট পাওয়া গেছে
সেটি নিরুপন করে। এটি টেক্সটাইল,
গার্মেন্টস এবং উৎপাদন শিল্পে পন্যের কোয়ালিটি নির্দেশ করে।
Defects per Hundred Units (DHU) নির্ণয়ের পদ্ধতি:-
DHU সাধারনত
কোয়ালিটি ইন্সপেক্টর পরিমাপ করে থাকে। একটা সুইং লাইনের কথা চিন্তা করি আমরা। ধরা যাক,
সুইং লাইনের কোয়ালিটি ইন্সপেক্টর সেই লাইনের DHU পরিমাপ করবেন। এই হিসাব করার জন্য
তাকে দুইটি ইনফরমেশন নোট করতে হবে।
১।
মোট কত পিস গার্মেন্টস
চেক করা হয়েছে তার সংখ্যা (Total Checked Garments Quantity)
২।
চেক করা গার্মেন্টসে মোট কতটি Defect
পাওয়া গেছে তার সংখ্যা (Total
Number of Defects Found)
এখন নিচের সূত্রটির সাহায্যে DHU নির্ণয় করতে হবেঃ-
DHU সম্পর্কিত একটি সমস্যার সমাধান করা যাকঃ-
প্রশ্নঃ LC101 নম্বর লাইনে সারাদিন ১৬০০ পিস গার্মেন্টস চেক করা হলো। এই ১৬০০ পিস চেক করতে গিয়ে মোট ২৫০টি ডিফেক্ট পাওয়া গেল। তাহলে LC101 নম্বর লাইনের DHU কত?
সমাধানঃ
এখানে,
Total Checked Garments
Quantity = 1600 পিস
Total number of defects = 250
তাহলে,
Defects
per hundred units (DHU) এর
সূত্রানুসারে,
এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে, DHU কিন্তু শতকরায় প্রকাশিত হবেনা। DHU বলতে বুঝায় প্রতি ১০০ পিসে কয়টা ডিফেক্ট পাওয়া গেল। আরেকটা বিষয় খেয়াল রাখা জরুরী। এখানে ডিফক্টের কোয়ানটিটি বলা হচ্ছে। অর্থাৎ এরকমও হতে পারে, একটা গার্মেন্টসে কয়েকটা ডিফেক্ট থাকতে পারে। সহজভাবে বলতে গেলে ধরা যাক, আমি মোট তিনটি গার্মেন্টস চেক করেছি। এবং তিনটি গার্মেন্টসে প্রথমটিতে কোন ডিফেক্ট পাইনি। দ্বিতীয়টিতে ব্রোকেন স্টিচ পেয়েছি মানে ১টি ডিফেক্ট এবং তৃতীয়টিতে পেয়েছি ব্রোকেন স্টিচ, ওপেন স্টিচ, এবং আনইভেন সুইং অর্থাৎ মোট ৩টি ডিফেক্ট। অর্থাৎ ৩টি গার্মেন্টসে আমি ডিফেক্ট পেয়েছি ৪টি।
আশা
করি, DHU সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি কোন প্রশ্ন থেকে থাকে আর্টিকেলের
কমেন্টে জানাতে পারেন বা ইমেইল করতে পারেন।
0 Comments