Ticker

6/recent/ticker-posts

Manpower Calculation

ম্যান পাওয়ারঃ- আইই রিলেটেড খুব গুরত্বপূর্ন একটা টার্ম। শুধুমাত্র আইই রিলেটেড ব্যাপারটা এরকম নয়, বরং সকল ধরনের ইন্ডাস্ট্রির এবং সকল ডিপার্টমেন্টের জন্য লোক সংখ্যা নির্ধারন করা খুবই গুরুত্বপূর্ন একটি কাজ। ম্যান পাওয়ার হিসাব করার অনেকগুলো পদ্ধতি আছে। আজকে প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 

i) এফিসিয়েন্সি ফর্মুলা থেকেঃ-

এফিসিয়েন্সি ফর্মুলা থেকে ম্যানপাওয়ার বের করার জন্য আমরা নিম্নবর্নিত সুত্র ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে আজকে আমরা শুধু যেকোন প্রসেসে কত ম্যানপাওয়ার লাগবে সেটাই বের করব। 


ii) টার্গেটের সুত্র থেকেঃ-

একটা প্রসেসে কত পিস টার্গেট দেওয়া হয়েছে এবং সেই টার্গেট পুরন করতে কত ম্যান পাওয়ার লাগবে সেটা নিচের ফর্মুলা থেকে সহজে বের করা যায়। 

iii) অপারেশন বুলেটিনের প্রোডাকশন কোয়ানটিটি থেকেঃ-

চিত্রটি (i) ভালভাবে লক্ষ্য করুন। প্রথম প্রসেসের ম্যানপাওয়ার বের করার পদ্ধতি সম্পর্কে বলছি। 
এখানে ১০০% ব্যালেন্সে প্রোডাকশন ৩০৬ পিস। প্রথম প্রসেসে প্রতি ঘন্টায় প্রোডাকশন হচ্ছে ২৭০ পিস। সুতরাং এই প্রসেসে ৩০৬ পিস প্রোডাকশন করার জন্য ম্যানপাওয়ার লাগবে, 

ম্যানপাওয়ার = (৩০৬/২৭০) = ১.১৩


চিত্র:-(i) 


iv) অপারেশন বুলেটিনের SMV থেকেঃ- 

চিত্র(ii) ভালভাবে লক্ষ্য করুন। এখানে এই গার্মেন্টসটি তৈরী করতে মোট SMV দেওয়া আছে ৪.৮৯৯ এবং মোট ম্যানপাওয়ার আছে ২৫ জন। এক্ষেত্রে আমরা কিভাবে প্রথম প্রসেসের জন্য কয়জন ম্যানপাওয়ার লাগবে বের করব! চলুন দেখা যাক। 



চিত্র:-(ii)

প্রথমে আমাদের বেসিক পিচ টাইম বের করতে হবে। বেসিক পিচ টাইম নিয়ে বিস্তারিত জানতে চাইলে লিংকে ক্লিক করুন। 

বেসিক পিচ টাইম = (SMV/ মোট ম্যানপাওয়ার) = (৪.৮৯৯/২৫) = ০.১৯৬

প্রসেসের ম্যানপাওয়ার)= প্রসেস সাইকেল টাইম / বেসিক পিচ টাইম 
=০.২২২/০.১৯৬ = ১.১২ [চিত্রে লাল চিহ্নিত অংশটি মোট SMV, মোট ম্যানপাওয়ার এবং প্রসেস SMV নির্দেশ করছে] 




*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan

*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments