Poka Yoke নিয়ে কিছু বিষয়ে আমরা এর আগের পোস্টে আলোচনা করেছিলাম। এবং আমাদের বাস্তব জীবনের কিছু উদাহরন দেখিয়েছিলাম যেখানে Poka Yoke ব্যবহার করা হয়েছে। আগের আর্টিকেলটি পড়ে আসলে বুঝতে সুবিধা হবে। ক্লিক করুন Poka Yoke
আজকে আমরা সরাসরি গার্মেন্টস ইন্টাস্ট্রিতে Poka Yoke-এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আপনারা জেনে থাকবেন যে, Poka Yoke শব্দের অর্থ Mistake Proofing . অর্থাৎ কোন একটা এরোর বা ভুল যাথে না ঘটে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
আগের পর্বে বলেছিলাম যে, আমাদেরকে Poka Yoke এর উপর ট্রেইনিং দেওয়া হয়েছিল। ট্রেইনিং শেষে Poka Yoke ব্যবহার করে একটা কেস স্টাডি দেওয়া হয়েছিল। চলুন সেই কেস স্টাডি নিয়েই আলোচনা করা যাক।
আমাদের টিমে আমরা ৬জন ছিলাম। আমি আইই থেকে, প্রোডাকশনের ডি.জি.এম. মাহাদি স্যার, মার্চেন্ডাইজিং-এর জি.এম. আইভান চাং স্যার, এইচ. আরের সাব্বির স্যার, ই.আর.পির আশিক ভাই এবং প্রোকিওরমেন্টের শাহ আলম ভাই। আমরা প্রথমে প্রবলেম চুজ করলাম শুইং লাইনের লেভেল এটাচিং মিসটেক। অর্থাৎ আমাদের Poka Yoke এর মাধ্যমে এমন মেথোড ডিজাইন করতে হবে যাতে আর কখনও লেভেল মিসটেক না হয়। অর্থাৎ ভুল সাইজের লেবেল এটাচ করা, ভুল পজিশনে লেবেল এটাচ করা, ভুল বায়ারের লেবেল এটাচ করা, লেবেল এটাচের সময় ভুল থ্রেড ইউজ করা এইসব কিছুই লেবেল এটাচিং প্রসেসের মিসটেক।
Poka Yoke-এর চারটি ডিভাইস আছে। অর্থাৎ Poka Yoke এপ্লাই করার জন্য চারটি বিষয় সেট করে নিতে হবে। উদাহরনসহ চারটি ডিভাইসের ব্যবহার বর্ণনা করছি।
১. Checklist & Visual Aids:-
একটা চেকলিস্ট তৈরী করা এবং ভিজুয়ালাইজেশন করা। আমরা লেবেল এটাচের ক্ষেত্রে চেকলিস্ট সাজিয়েছিলাম নিম্নোক্ত বিষয়গুলোর বিশুদ্ধতা যাচাই করতে।
- লেবেল সাইজ চেকিং
- লেবেলে বায়ার নেম চেকিং
- লেবেলের স্টাইল নাম্বার চেকিং
- লেবেলে ফেব্রিক কন্সট্রাকশন চেকিং
0 Comments