Ticker

6/recent/ticker-posts

"সাময়িক সনদপত্র উত্তোলনের উপায়"

আপনারা যারা মেডিকেলে সুযোগ পেয়েছেন মেরিট ক্যাটাগরিতে, কিংবা যেকোন ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন  তাদের উপকারে লাগতে পারে। মেডিকেল কলেজে ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসির মুল সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত করা ছবি নাগরিকত্বের সার্টিফিকেট লাগবে। 

একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসির সার্টিফিকেট এবং প্রশংসাপত্র আপনারা নিজ নিজ কলেজ থেকে নিতে পারবেন। কিন্তু সমস্যায় পড়বেন এইচিএসসির সার্টিফিকেট নিয়ে। কারন এইচএসসির সার্টিফিকেট এখনও কলেজে আসেনি এমনকি বোর্ডেও তৈরি হয়নি। তাহলে উপায় কি হবে? 

উপায় হচ্ছে যার যার শিক্ষাবোর্ড থেকে সাময়িক সনদপত্র সংগ্রহ করা। আমি আমার ছোট বোনের সাময়িক সনদপত্র সংগ্রহের কাজ করেছি রাজশাহী বোর্ডের আওতায়। এই সাময়িক সনদপত্র সংগ্রহের জন্য কিভাবে আবেদন করতে হবে, কত টাকা লাগবে এবং কত দিনের মধ্যে পাওয়া যাবে সেটাই বিস্তারিত আলোচনা করব ইন-শা-আল্লাহ।  


আবেদন পদ্ধতিঃ-

সাময়িক সনদপত্রের জন্য অনলাইনে শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর অন্যান্য বোর্ডের জন্য আপনাকে সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে। নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফর্ম অপশনে যাবেন এরপর অন্যান্য ফর্ম অপশনে গিয়ে দ্বি -নকল / ইংলিশ ভার্সন (চিত্র-০১) লেখায় ক্লিক করলে একটা ফর্ম দেখতে পাবেন। যেটা পিডিএফ ফাইল আকারে থাকবে। এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনার নিজ নিজ কলেজে গিয়েও এই ফর্ম সংগ্রহ করতে পারবেন। এটাই মুলত সাময়িক সনদপত্রের জন্য আবেদন ফর্ম (চিত্র-০২)



 চিত্র-০১




চিত্র-০২

এই ফর্মটি পুরন করে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। তাহলে আপনার আবেদন ফর্মের কাজ সম্পন্ন হোল। 

পেমেন্ট পদ্ধতিঃ-


এবার পেমেন্ট কিভাবে করবেন সেটা বলব। আপনার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ই-সেবা খুঁজে বের করুন (চিত্র-০৩)। 



চিত্র-০৩

ই-সেবা সেকশন থেকে সোনালীসেবা নামক অপশনে ক্লিক করুন। 
চিত্র-০৪ এর মত একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মে আপনার যাবতীয় তথ্য সতর্কতার সাথে পুরন করবেন। এবং Payment Type অপশন থেকে ড্রপডাউনের মাধ্যমে Provisional Certificate /সাময়িক সনদপত্র সিলেক্ট করবেন। তখন নিচের দিকে খেয়াল করলে দেখবেন অটোমেটিক কত টাকা ফি দিতে হবে সেই তথ্য চলে আসবে। 




চিত্র-০৪


যাবতীয় তথ্য পুরনের পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এই তথ্যের উপর ভিত্তি করে সোনালী ব্যাংকের একটা পেমেন্ট স্লিপ তৈরী হবে পিডিএফ ফাইল আকারে। চিত্র-০৫ দ্রষ্টব্য। 

চিত্র-০৫


এই পে স্লিপ নিয়ে বাংলাদেশের যেকোন সোনালী ব্যাংকে যাবেন এবং নির্ধারিত ৩৫৮ টাকা জমা দিয়ে ব্যাংক শাখার সীল, ব্যাংক অফিসারের স্বাক্ষর নিয়ে আসবেন। 

সর্বশেষে আপনার আবেদন ফর্ম (চিত্র-০২), ব্যাংকের পেমেন্ট স্লিপ (চিত্র-০৫) এবং আপনার এইচএসসির মার্কশীট ও পরীক্ষার এডমিট কার্ডের ফটোকপি নিয়ে শিক্ষা বোর্ডে জমা দিয়ে আসবেন।


সর্বোচ্চ তিনদিনের ভিতরে ইন-শা-আল্লাহ আপনার এইচএসসির সাময়িক সনদপত্র হাতে পেয়ে যাবেন।
লেখাটি আপনার উপকারে আসলে শেয়ার করতে ভুলবেননা। 



*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan

*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments